পরেশ দেবনাথ,মঙ্গলকোট,কেশবপুর// যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচনে ২ জন শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে অভিভাবক আনিসুর রহমান খান নিজে লিখিত অভিযোগ করেছেন । অভিযোগ হওয়াই তাদের মনোনয়নপত্র মুলতবি রেখে বাকি প্রার্থীদের বাছাই চূড়ান্ত হয়েছে। শিক্ষাবোর্ডের আইনি মতামতের ভিত্তিতে পরবর্তীতে তাদের ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে । পূর্ব নির্ধারিত তারিখে নির্বাচন না হওয়ার আশঙ্কা রয়েছে। সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর ।
গত ১৫ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পযর্ন্ত বিভিন্ন পদে ২টি প্যানেলে ২ জন শিক্ষক প্রতিনিধিসহ ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী গত বুধবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন । প্রিজাইডিং অফিসার ও কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রশিদ গত বুধবার সকালে মনোনয়নপত্র বাছাইয়ের জন্য বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রের অভিভাবক আনিসুর রহমান খান ২ জন শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদের দফতরে নীতিমালা পরিপন্থী ও বিধিবহির্ভূতভাবে মনোনয়নপত্র জমা দেওয়ায় লিখিত অভিযোগ করেন। তারা হলেন,সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও সাধারণ শিক্ষক মোস্তাফিজুর রহমান।যার কারণে মনোনয়নপত্র বাছাইকালে অভিযুক্ত দুই জন শিক্ষক প্রতিনিধির মনোনয়নপত্র বাছাই মুলতবি রেখে বাকি প্রার্থীর মনোনয়ন পত্র বাছাই চূড়ান্ত করেন।যার কারণে ঘোষিত আগামী ১১ অক্টোবরে নির্বাচন না হওয়ার আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে ।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ জানান,দুই জন শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে লিখিত অভিযোগ হওয়ায় তাদের মনোনয়নপত্র মুলতবি রাখা হয়েছে। এ বিষয়ে শিক্ষাবোর্ডের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।