খুলনার খবর // পুলিশ-বিএনপি সংঘর্ষে মুন্সিগঞ্জে যুবদলকর্মী শহিদুল ইসলাম সাওন নিহতের প্রতিবাদে খুলনায় এক প্রতীকী কফিন মিছিল করেছে খুলনা জেলা ও মহানগর যুবদল। গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন,খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, সাওনের মৃত্যুতে, আব্দুর রহিম ও নূর আলমের মৃত্যুতে মানুষের যে দাবি শুরু হয়েছে, যে আন্দোলন শুরু হয়েছে, যে অভ্যুত্থান শুরু হয়েছে, সে অভ্যুত্থানকে কখনো বন্ধ করা সম্ভব হবে না।
এর আগে, বিকেল ৪টায় খুলনা রেলস্টেশন থেকে শুরু হওয়া মিছিল নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।
মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু প্রমুখ।
Leave a Reply