মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) // ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিগণকে কথায় কথায় চাকুরী থেকে ছাঁটাই বন্ধ,দ্রব্যমূল্যেও উর্দ্ধগতির সাথে সামঞ্জস্য রেখে বেতনসহ টি,এ/ডিএ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকুরীর সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে নড়াইলের লোহাগড়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ফারিয়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ফারিয়া লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফারিয়া লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহাদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফারিয়া লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম, সহসভাপতি মাহাবুবুর রহমান, সহসভাপতি দেবদাস মিস্ত্রি, সহসাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ।
Leave a Reply