পরেশ দেবনাথ,কেশবপুর, যশোর// কেশবপুরে কালের কন্ঠ শুভসংঘের আয়োজনে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর)সন্ধ্যায় দুই কৃতিসন্তানকে সম্মাননা দেওয়া হয়েছে।কেশবপুর উপজেলা শাখা কালের কন্ঠ শুভসংঘের সভাপতি খন্দকার শফি’র সভাপতিত্বে ও নূরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম.আরাফাত হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন,কালের কন্ঠ শুভসংঘের সভাপতি খন্দকার শফি,উদ্বোধন হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম।বক্তব্য রাখেন, কৃতিসন্তান শিক্ষাবিদ, কবি, নাট্যকার ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি, কৃতিসন্তান কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সহ-সভাপতি মোতাহার হোসাইন, কালের কন্ঠ শুভসংঘ, কেশবপুর উপজেলা শাখার উপদেষ্ঠা ফারুকে আজম, কবি ও সিনিয়র সাংবাদিক ইব্রাহিম রেজা, কবি মুনছুর আজাদ, অধ্যাপক মছিহুর রহমান।
কবি মুহম্মদ শফি-এর জীবনী তুলে ধরেন, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জি এবং কবি ও গবেষক খসরু পারভেজ-এর জীবনী তুলে ধরেন, কবি ও কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোতাহার হোসাইন। অনুষ্ঠানে কেশবপুরে কালের কন্ঠ শুভসংঘের নেতৃবৃন্দ ও কেশবপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply