এস.এম.শামীম দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি // ভৈরব নদীর উপর ভৈরব সেতু নির্মাণ শীর্ষক প্রকল্প এর আওতায় অধিগ্রহনকৃত ভুমির মালিকদের মাঝে ক্ষতি পূরনের এল এ চেক বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রসাশনের উদ্যোগে দিঘলিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের। অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) শাহানাজ পারভিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান, উপজেলা আওয়মীলীগের সভাপতি খান নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার(দায়িত্ব প্রাপ্ত),দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো হাবিবুর রহমান তারেকসহ সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।৯৩ জন জমির মালিকের মধ্যে ১৩৮টি চেকে প্রায় ৩৬ কোটি টাকা বিতারন করেন।
Leave a Reply