এম কে জামান সুমন,ঢাকা // ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এর উদ্যোগে গত ০৮ অক্টোবর বায়তুল মোকাররম দক্ষিণ গেট এ বিকেল থেকে মাসব্যাপী ইসলামী বইমেলার শুরু হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ডঃ মোঃ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে ৮ অক্টোবর বিকাল চারটায় প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন করেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ ফরিদুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল আউয়াল হাওলাদার।
মাসব্যাপী বইমেলা প্রায় ৬০টি স্টল ও প্যাভিলিয়ন অংশগ্রহণ করে।ইসলামী ফাউন্ডেশন এর নিজস্ব একটি প্রকাশনী ও স্টল দেওয়া হয়েছে।মেলায় দেশি এবং বিদেশি প্রায় কয়েক হাজার বই স্থান পেয়েছে। প্রকাশনীর ভেদে ২০% থেকে ৫০% পর্যন্ত মূল্য ছাড়ের ব্যবস্থা রয়েছে। রয়েছে শিশু ও মহিলাদের জন্য বিশেষ কিছু বই-পুস্তক।
মেলায় বই ছাড়া ও ইসলামী বিভিন্ন সরঞ্জাম যেমন-খেজুর, কিসমিস, বাদাম,আতর,তসবিহ,টুপি ও জায়নামাজ সহ বেশকিছু উপকরণের স্টল ও দেওয়া হয়েছে।মাসব্যাপী ইসলামী বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবার ও সরকারি ছুটির দিন দুপুর ২টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।