আল-হুদা মালী,শ্যামনগর //সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের রায়মঙ্গল এলাকায় সাপের কামড়ে এক জেলে নিহত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ১:৩০মিনিটে বিজিবির মাধ্যমে জানতে পেরে ততক্ষণাৎ ঘটনা স্থলে যাই। উপস্থিত আক্রান্ত ব্যক্তির স্বজনেরা তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হলে আমরা ফিরে আসি।
নিহত ব্যক্তি হলেন,শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী (সাপখালী) গ্রামের মৃত সোহাতাব মোল্যার ছোট ছেলে আব্দুল মমিন (৪৮)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,নিহত আব্দুল মমিন তার সহযোগীদের নিয়ে গত ৫ তারিখে কৈখালী ফরেষ্ট অফিস থেকে বৈধ পাশ (সুন্দরবনে প্রবেশের অনুমতি পত্র) নিয়ে মাছ ধরতে যায়। গহিন সুন্দরবনের মাছ ধরার সময় বিষধর কেরাল সাপের দংশন করেছে বুঝতে পেরে সহযোগীরা দ্রুত লোকালয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তারা।
কৈখালী ফরেষ্ট অফিসের স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, গত ৫ অক্টোবর মমিন সহ ২টি বিএলসিতে ৯জন পাশ করে সুন্দরবনে মাছ ধরতে যায়। আব্দুল মমিনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।