পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরে মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে আব্দুল আজিজ (৫০) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে বিক্রী করার সময় সরকার নিষিদ্ধ নোনা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত নোনা ইলিশ এতিমদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা যায়,গতকাল সোমবার (১০ অক্টোবর) দুপুরে কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের শহর আলীর ছেলে আব্দুল আজিজ (৫০) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে সরকার নিষিদ্ধ নোনা ইলিশ (৭কেজি) জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাঁচা বাজারে সবজির ভিতরে লুকিয়ে নোনা ইলিশ বিক্রী করার সময় ধরা পড়ে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান পরিচালনা করে শহরের কাঁচা বাজারে সবজির ভিতর লুকিয়ে সরকার ঘোষিত নিষিদ্ধ নোনা ইলিশ বিক্রী করা অবস্থায়, আব্দুল আজিজ নামে এক ব্যবসায়ীর নিকট থেকে ৭ কেজি নোনা ইলিশ জব্দ করা হয়। যার আনুমানিক মূল প্রায় ৬ হাজার টাকা। জব্দকৃত মাছ কেশবপুর শিশু সদন এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়। অভিযান পরিচালনার সময় সঙ্গে ছিলেন মৎস্য সহকারী ফিল্ড অফিসার সুমন চৌধুরী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।