সরদার বাদশা,স্টাফ রিপোর্টার// খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে (১৮ই অক্টোবর) মঙ্গলবার সকালে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ,র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার।
আরো উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমীন,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবাইদু হক,সহকারি প্রোগ্রামার শেখ সুমন হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সুধী সমাজের নেতৃবৃন্দ। শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।