পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // “আসুন-নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণে কেশবপুর দেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে অফিসারদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় সম্প্রতি জাতীয় পর্যায়ে কেশবপুরকে দেশসেরা ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, সচিব ও গ্রাম পুলিশদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া সেবাগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ স্বচ্ছ ও সহজে তারা সেবা পাওয়ায় এ বৃহৎ কর্মযজ্ঞ সফল হয়েছে। আগামীতে এ সেবা প্রদানে ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সর্বপরি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হওয়ার পিছনে কেশবপুর এর জনসাধারণের ভূমিকা সবচেয়ে বেশি কারণ জন্ম ও মৃত্যু নিবন্ধনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আজ এ অর্জন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।