পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাসরিফা আহম্মেদ ঐশী, শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মদিন “শেখ রাসেল দিবস” ২০২২ উপলক্ষে রচনা প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে “গ”গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে।
গত ১৮.১০.২০২২ তারিখে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, ঢাকা হতে অনুষ্ঠানের অতিথিবৃন্দের হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছে। কেশবপুরবাসী ঐশীর এই সাফল্যে উচ্ছ্বসিত। কেশবপুর উপজেলা, যশোর জেলা ও খুলনা বিভাগে প্রথম স্থান অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়েও প্রথম ঐশী।
উল্লেখ্য, ঐশী ২০২১-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন উপলক্ষে রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়েও প্রথম স্থান অধিকার করেছিল। সে বাংলাদেশ শিশু একাডেমি,কেশবপুর উপজেলা প্রশিক্ষণ ক্লাসের নিয়মিত ছাত্রী। ঐশী’র বাড়ি মনিরামপুর উপজেলার ৪ নং ঢাকুরিয়া ইউনিয়নের পারপাড়া গ্রাম। পিতা ফারুক আহমেদ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন ও মাতা মোছাঃ মমতাজ বেগম (ময়না) গৃহিণী। এই উজ্জ্বল প্রতিভাকে কেশবপুরবাসী ঐশীকে অভিনন্দন জানিয়েছেন। ঐশী সকলের কাছে দোয়া প্রার্থী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।