মুন্সী মোয়াজ্জেম,শালিখা থানা প্রতিনিধি // মাগুরার আসাদুজ্জামান মিলনায়তনে শুক্রবার রাতে দু’দিনব্যাপি সাহিত্য মেলা-২০২২ শুরু হয়েছে।সংস্কৃতি মন্ত্রণালয়,বাংলা একাডেমি ও মাগুরা জেলা প্রশাসন আয়োজিত এ সাহিত্য মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব বাবুল মিয়া,সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল,বাংলা একাডেমির সহযোগী সম্পাদক ফারহানা খানম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ কামরুজ্জামান।উদ্বোদনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আগামী রবিবার রাতে অনুষ্ঠান শেষ হবে।অনুষ্ঠানে জেলার কবি,সাহিত্যিক, গবেষকসহ বিভিন্ন বিষয়ের লেখকগণ উপস্থিত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।