1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত তেরখাদায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই পুনর্জাগরণ শপথ পাঠ (ভার্চুয়াল) আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন রামপাল থানার ওসি আতিকুর রহমান কেশবপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত লোহাগড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপের প্রভাবে পানিতে ভাসছে মোরেলগঞ্জ;জনসাধারণের দুর্ভোগ চরমে পাইকগাছায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠান  শ্যামনগর গাবুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলনশীল চারা রোপণ পাইকগাছায় মিনহাজ নদীর নব্যতা দূরীকরণ ও ইজারা উন্মুক্ত’র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে চিংড়া বাজারে পথসভায় কয়রায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন পালন যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন লোহাগড়ায় ৭ মাসের শিশুকে ভুল চিকিৎসায় মেরে ফেলার অভিযোগ সুন্দরবনের চুনকুরি নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার পাইকগাছায় সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের ৬’শ শিক্ষার্থীর সমন্বয়ে দ্বিতীয় পুনর্মিলনীর অনুষ্ঠিত  যশোরে গোয়েন্দা পুলিশের অভিযান বিদেশী মদ ও ফেনসিডিল জব্দ আটক তিন খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও’ হাবিবউল্লাহ :সন্তোষজনক না হলেই বিল বন্ধ 

আজ শিক্ষক দিবস, সরকারিভাবে উদযাপনের কর্মসূচি ও নির্দেশনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৬২ বার শেয়ার হয়েছে

শরিফুল ইসলাম // প্রথমবারের মতো সরকারিভাবে আজ ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সারাদেশে শিক্ষক দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে দিবসটি উদযাপনে সব জেলা-উপজেলায় র‍্যালি, আলোচনা সভা, সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর মাধ্যমে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, আজ ২৭ অক্টোবর দেশব্যাপী শিক্ষক দিবস উদযাপন বিষয়ে সিদ্ধান্ত নেয় হয়েছে। কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত বিভিন্ন উৎসব আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে। দিবসটি সফলভাবে আয়োজনের অংশ হিসেবে সব স্তরের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদরাসা) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে। অধিদপ্তরের পাঠানোর নির্দেশ অনুসরণ করে যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করতে হবে।

আজ ২৭ অক্টোবর ২০২২ (বৃহস্পতিবার) রাজধানীর ওসমানী মিলনায়তনে দিবসটি উদযাপনের কেন্দ্রীয় পর্যায়ে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে অংশ নেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ।

দিবসটি উদযাপনের নির্দেশনায় বলা হয়েছে, ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। একই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৭ অক্টোবর বাংলাদেশে শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছ। জাতীয় পর্যায়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি বিভাগীয় শহর এবং জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত সব দপ্তর ও তাদের আওতাধীন জেলা-উপজেলা পর্যায়ের সব অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দাপ্তরিক ও প্রতিষ্ঠানিক কার্যক্রম অব্যাহত রেখে আগামী ২৭ অক্টোবর শিক্ষক দিবস উদযাপন করবেন। কেন্দ্রীয় পর্যায়ের অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম গ্রহণ করতে হবে।

মহানগরে অবস্থিত থানা শিক্ষা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মহানগরীর আয়োজনে অংশগ্রহণ করবে। মহানগরের বাইরে অবস্থিত উপজেলা শিক্ষা অফিস ও অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উপজেলা পর্যায়ের অনুষ্ঠান উদযাপন করবে।

শিক্ষক দিবস উদযাপনে সব স্তরের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদরাসা) কেন্দ্রীয় অনুষ্ঠানের আদলে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করতে হবে। কেন্দ্র থেকে সরবরাহকৃত (ব্র্যাকের সহযোগিতায়) নির্ধারিত ডিজাইনের ব্যানারে জেলা-উপজেলার নাম সংযোজন করে নিতে হবে। তবে, অধিদপ্তর জানিয়েছে, ব্যানারের ডিজাইন অপরিবর্তীত রেখে আকার পরিবর্তন করা যেতে পারে। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে র‍্যালি আয়োজনে সার্বিক সহযোগিতা নিতে হবে।

বিভিন্ন পর্যায়ে যেসব শিক্ষক শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন তাঁদেরকে সম্মান প্রদর্শন করে র‍্যালির প্রথম সারিতে রাখা যেতে পারে। কোন শিক্ষা প্রতিষ্ঠান চাইলে নিজ উদ্যোগে তাদের প্রতিষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ও সম্মাননা (উপহার, ক্রেস্ট, সার্টিফিকেট) দিতে পারে। র‍্যালিটি বর্ণাঢ্য করার জন্য কেন্দ্র থেকে সরবরাহ করা ডিজাইনের ভিত্তিতে প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড তৈরি করা যেতে পারে।

র‍্যালি সুশৃঙ্খল করার জন্য স্কাউট বিএনসিসি ও গার্লগাইডসের সহায়তা নেয়া যেতে পারে। প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে র‍্যালির পর জেলা ও উপজেলা পর্যায়ে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করা যেতে পারে। র‍্যালি ও আলোচনা সভার স্থির চিত্র ও ভিডিও সংরক্ষণ করতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। র‍্যালি আয়োজন ও অন্যান্য কর্মসূচি উদযাপনের ক্ষেত্রে আইসিটিফোরই অ্যাম্বাসেডর শিক্ষকদের সম্পৃক্ত করা যেতে পারে।

র‍্যালিটি বর্ণাঢ্য করার জন্য দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ব্যান্ড, সংগীত, নাটিকা উপস্থাপন করা যেতে পারে। জেলা ও উপজেলা পর্যায়ে র‍্যালি এবং অন্যান্য কর্মসূচি স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলা-উপজেলা পর্যায়ের সব আয়োজনে স্থানীয় পর্যায়ের গন্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো যেতে পারে।

শিক্ষক দিবস উপলক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে বা সুবিধাজনক স্থানে তিনটি গাছের চারা রোপণ করতে হবে। এক্ষেত্রে ১টি ফলদ, ১টি বনজ ও ১টি ভেষজ গাছের চারা রোপণ করতে বলেছে শিক্ষা অধিদপ্তর। দিবসটি উদযাপন উপলক্ষে রেড ক্রিসেন্ট, সন্ধানী, বাঁধন ইত্যাদি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে রক্তদান কর্মসূচীর আয়োজন করা যেতে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ আয়োজনে সরকারি বরাদ্দ নেই। নিজস্ব উদ্যোগে (শিক্ষা অফিস) এ আয়োজন সম্পন্ন করতে হবে। শিক্ষক দিবস উদযাপানের জন্য শিক্ষকদের কাছ থেকে কোন ধরণের চাঁদা গ্রহণ করা যাবে না। তবে কোন শিক্ষানুরাগী ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বেচ্ছায় সহযোগিতা করতে চাইলে তা গ্রহণ করা যেতে পারে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।