সরদার বাদশা,স্টাফ রিপোর্টার // “পুলিশই জনতা,জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী,আলোচনাসভা সভা ও সন্মাননা প্রদান করা হয়।আজ শনিবার সকালে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে ডুমুরিয়া শহিদ স্মৃতি মহিলা কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বিপিএম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,সাধারণ সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) সুশান্ত সরকার,উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা।আরো বক্তব্যদেন কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে,প্রধান শিক্ষক আইউব হোসাইন,আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান,ওসি তদন্ত কবির হোসেন,এস,আই লক্ষণ দাস প্রমূখ প্রমূখ।সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম।
সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন,দেশে সংখ্যালঘু বলে কেউ নাই। সাংবিধানিক ভাবে দেশের সব নাগরিকের অধিকার সমান।মুষ্টিমেয় কিছু অপরাধীরাই দেশে সংখ্যালঘু।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াত করেন,মুফতি মােঃ জহিরুল ইসলাম,পবিত্র গীতা থেকে পাঠ করেন,শিক্ষক রঞ্জন কুমার জোয়াদ্দার।অনুষ্ঠান পূর্বে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাজার অংশ প্রদক্ষিণ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।