সরদার বাদশা,স্টাফ রিপোর্টার// খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর কাঠালতলা বাজারের সার কীটনাশক ব্যবসায়ী নজরুল ইসলাম মালীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বরাতিয়া গ্রামের হোসেন মালীর ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,আজ ১ নভেম্বর মঙ্গলবার সকাল ৯ টার দিকে নজরুল ইসলাম মালী বিচালি কাটার মেশিনে বিচালি কাটার জন্য মোটরের সুইচ দেয়। এসময় মোটর না চলায় তিনি মোটরে হাত দেয়া মাত্রই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে বিচালি কাটা মেশিনের উপর ছিটকে পড়েন। এসময় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং কপাল ফেটে গিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। অল্পক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।