বটিয়াঘাটা প্রতিনিধি // ফায়ার সার্ভিসের বটিয়াঘাটা ইউনিটের আয়োজনে বিভিন্ন বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মহড়া গতকাল সোমবার সকাল ১০ স্থানীয় চক্রাখালী মল্লিকের মোড় সংলগ্ন দূর্গা মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিসের বটিয়াঘাটা ইউনিটের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর’র নেতৃত্বে একটি চৌকস দল আগুন,সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া সহ বিভিন্ন বিষয়ে উক্ত মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে ।
এব্যাপারে মহড়ায় অংশগ্রহণকারী মধূসুদন মল্লিক বলেন, আমরা অনেক বিষয়ের প্রাথমিক করণীয় সম্পর্কে অবগত ছিলাম না।ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্দ্যোগে সচেতনতা মূলক মহড়ার মাধ্যমে অনেক বিষয়ে করণীয় ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানতে পেরেছি।আগামীতে উক্ত মহড়ায় যে সকল দূর্ঘটনায় প্রাথমিক শিক্ষায় করণীয় সম্পর্কে অবগত হয়েছি,তা আগামী দিন গুলোতে পারিবারিক ও সামগ্ৰিক ভাবে কাজে লাগবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।