পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুরে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি মধুপল্লীর সুশাসন প্রতিষ্ঠা ও রাজস্ব বৃদ্ধির লক্ষে অংশীজনের অংশগ্রহণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক মধুপল্লীর ভেতর ওই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মধুপল্লীর কাস্টোডিয়ান আইরীন পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাগরদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মেহেরুন্নেচ্ছা, ফটো সাংবাদিক মুফতি তাহেরুজ্জামান তাছু, সাংবাদিক আব্দুর রাজ্জাক, সাংবাদিক পরেশ দেবনাথ, ইউপি সদস্য সুভাষ দেবনাথ, মধুসূদন একাডেমির পরিচালক আব্দুর ছাত্তার, পল্লী চিকিৎসক তপন দেবনাথ, বিশ্বনাথ দত্ত প্রমূখ।
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সরকারী বিধি-নিষেধের প্রেক্ষিতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে পরপর ৩ বছর সপ্তাহব্যাপী মধুমেলা পালন করা হয়নি। শুধুমাত্র ২৫ জানুয়ারি মহাকবি’র জন্মদিনে স্বল্প পরিসরে মধু মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়েছিল। সপ্তাহব্যাপী মধুমেলা ও করোনার লকডাউনে মধুপল্লী বন্ধ থাকায় মধুপল্লীর রাজস্ব আয়ের উপর প্রভাব পড়েছে ।
এবার যশোর জেলা ও কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাব্যাপী মধুমেলা জাঁকজমকপূর্ণ করতে মধু মঞ্চে বরেণ্য কবি- সাহিত্যিকদের আলোচনা সভা, কবিতা আবৃত্তি, খ্যাতনামা শিল্পীদের গান, উম্মুক্ত সামাজিক যাত্রাপালা সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে যশোর জেলা প্রশাসনের আয়োজনে গত ১৯ অক্টোবর (বুধবার) সকালে জেলা কালেক্টরেট সভাকক্ষ এ সিদ্ধান্ত গৃহীত হয়।যার জন্য মধুপল্লীর কাস্টোডিয়ানসহ সকল নিয়োজিত কর্মকর্তারা আশা করছেন, মধুপল্লীতে দর্শনার্থীদের উপস্থিতিতে সরকারের রাজস্ব আয় অনেকাংশে বৃদ্ধি পাবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।