1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় বিআরডিবি ইউরেসপো প্রকল্পের সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনের বিরুদ্ধে মানববন্ধন লোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত পাইকগাছার রাড়ুলীতে গনশুনানী অনুষ্ঠিত দিঘলিয়ায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৪ আসামী আটক দিঘলিয়ায় সার্ভিস তার,মোবাইল ফোন চুরি ও চাঁদাবাজী অব্যহত খুলনার কয়রায় যৌথ অভিযানে একটি দোনালা পাইপ গান উদ্ধার করেছে কোস্ট গার্ড পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রকাশ্য আদালতের রায় অনৈতিকভাবে বিক্রির অভিযোগ মাসুমার পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত  বিএনপির আখাউড়া লংমার্চ: ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকেছে বহর পাইকগাছায় পলিথিনসহ বর্জ্য দূষণ হ্রাস ও সুন্দরবনের উন্নয়ণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছা মানবাধিকার উন্নয়ন কেন্দ্রে বিশ্বমানবাদিকার দিবস পালন সদর থানা বিএনপির সভাপতি হুমায়ুন, সম্পাদক ফরিদ,সাংগঠনিক নাসির নড়াইলে ক্রিকেট তারকা মাশরাফী ও তার পিতাসহ ২৯৫ জনের নামে আবারও মামলা,গ্রেফতার দুই বৃহত্তর খুলনার উন্নয়নে কেসিসি,কেডিএ,ওয়াসা ও ওজোপাডিকোর সমন্বয়ের আভাব রয়েছে’ কেশবপুরে দলিতের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত কেশবপুরে এনপিএস-এর আয়োজনে প্রতিবন্ধী, দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ পাইকগাছায় যুব সংগঠনের উদ্যোগে একই সঙ্গে ৩টি দিবস পালিত  খুলনায় বাস্তহারায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক উচ্ছেদের ঘোষণায় মানববন্ধন পালন খুলনা চেম্বার অব কমার্স এর বর্তমান কমিটি বিলুপ্ত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেশবপুরে আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অভয়নগর ফুটবল একাদশ চ্যাম্পিয়ান

  • প্রকাশিত : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৪৪ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুরে আন্ত: উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর সদর উপজেলাকে হারিয়ে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফুটবল টুর্নামেন্টে উভয় দলের খেলোয়াড়দের নিদিষ্ট ৯০ মিনিটের খেলায় বিরতির আগে ১-১ গোলে সমতায় থাকে। বিরতির পর খেলায় অভয়নগর উপজেলা ১ গোল করেন। যশোর সদর উপজেলা নিদিষ্ট সময়ে গোল পরিশোধ করতে না পারায় ২-১ গোলের ব্যবধানে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ বিজয়ী হয়েছেন।

উক্ত খেলায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের চাম্পিয়ান ট্রফি ও ১’লক্ষ টাকার চেক এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ৭০ হাজার টাকার চেক তুলে দেন যশোর-৬ কেশবপুরের সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দীন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন।

খেলা শেষে বিজয়ী অভয়নগর উপজেলা ফুটবল একাদশ দলের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আওরঙ্গ-কে যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার তুলে দেওয়া হয়। এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের যশোর সদর উপজেলার ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাহিদ হাসানকে পুরস্কার তুলে দেন।

ফুটবল খেলা উপভোগ করতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে যশোর জেলা সহ বিভিন্ন উপজেলার নারী ও পুরুষ দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শুধু তাই নয়! খেলা উপভোগ করতে পৌর ভবনের ছাদে, উপজেলা পরিষদের ছাদে, উপজেলা জামে মসজিদের ছাদে, কেশবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাদে, মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ সহ বিভিন্ন বাসা বাড়ির ছাদে হাজার হাজার দর্শকদের বসে ও দাঁড়িয়ে খেলা উপভোগ করতে দেখা গেছে। তবে খেলা উপভোগ করতে আসা হাজার হাজার দর্শকের সমাগম ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।হাজার-হাজার দর্শক মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করতে পেরে ফুটবল প্রেমীদের অনেকেই উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।

উক্ত খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নাসির উদ্দীন, সহকারী রেফারি ছিলেন নাজমুল হুদা, আব্দুর রহমান এবং চতুর্থ রেফারি ছিলেন আতিয়ার রহমান এবং ম্যাচ রেফারি ছিলেন নূরুল ইসলাম খান।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শেখ রেজাউল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, মহির উদ্দীন মাহি।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা শুরুর আগে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে।

এসময় উপস্থিত ছিলেন,যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, সদস্য রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিত নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হুসাইন মোহাম্মদ ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা প্রমূখ।

উল্লেখ্য, যশোর জেলার ৮ টি উপজেলা নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর আয়োজন করেন কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় গত ১৪ আগষ্ট (২০২২) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যশোর উপজেলা বনাম কেশবপুর উপজেলা ফুটবল একাদশ দলের উদ্বোধনী ম্যাচের প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেছিলেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

youtube

https://youtube.com/@khulnarkhobor?si=v3cvg3zJmM54JYRa

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।