1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শনিবার, ০৩ মে ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অস্ত্র-গোলাবারুদসহ সন্ত্রাসী গ্রেফতার – কেএমপি নওগাঁয় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাষ্ট্রের মৌলিক সংস্কার না হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিবে- অধ্যক্ষ আব্দুল আউয়াল বেতন বৈষম্যের অবসান চান বেসরকারি শিক্ষকরা, কয়রায় বিটিএ’র সম্মেলনে সোচ্চার দাবি বেনাপোল সীমান্তে  দেশী পিস্তল ও গুলি উদ্ধার লক্ষ্মীপুরে পরকীয়ার জেরে ৩০ বছরের সাজানো সংসার ভেঙ্গে তছনছ বহুল প্রতীক্ষিত খুলনা-কয়রা দিঘির পাড় সরাসরি গেটলক বাস সার্ভিস চালু রিয়াদের পদত্যাগে জায়গা পেলেন লিটন বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ। আশাশুনি প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কেশবপুরে “শেকড়ের সন্ধানে”র সাহিত্য আসর অনুষ্ঠিত খুলনাকে স্বাস্থ্যকর শহরে পরিণত করার লক্ষ্যে দিনব্যাপী মেলার উদ্বোধন দিঘলিয়ায় নাজমুল উলুম কওমি মাদ্রাসা শুভ উদ্বোধনে-মুফতি আব্দুল মান্নান  খুলনা নগর মহিলা দলের কমিটি বিলুপ্ত গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলীর ইন্তেকাল দক্ষিণাঞ্চলের শীর্ষ অনলাইন জুয়াড়ী শ্রমিকলীগ নেতা স্বপ্নীল গ্রেফতার খুবি শিক্ষকের ওপর হামলা, গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করতে পরাজিত ফ্যাসিবাদরা গভীর ষড়যন্ত্র করছে: বক্তারা খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক আহত ডা. জুবাইদা রহমানের জন্য পুলিশি নিরাপত্তা চেয়েছে বিএনপি

কেশবপুরে আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অভয়নগর ফুটবল একাদশ চ্যাম্পিয়ান

  • প্রকাশিত : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৮৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুরে আন্ত: উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর সদর উপজেলাকে হারিয়ে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফুটবল টুর্নামেন্টে উভয় দলের খেলোয়াড়দের নিদিষ্ট ৯০ মিনিটের খেলায় বিরতির আগে ১-১ গোলে সমতায় থাকে। বিরতির পর খেলায় অভয়নগর উপজেলা ১ গোল করেন। যশোর সদর উপজেলা নিদিষ্ট সময়ে গোল পরিশোধ করতে না পারায় ২-১ গোলের ব্যবধানে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ বিজয়ী হয়েছেন।

উক্ত খেলায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের চাম্পিয়ান ট্রফি ও ১’লক্ষ টাকার চেক এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ৭০ হাজার টাকার চেক তুলে দেন যশোর-৬ কেশবপুরের সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দীন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন।

খেলা শেষে বিজয়ী অভয়নগর উপজেলা ফুটবল একাদশ দলের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আওরঙ্গ-কে যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার তুলে দেওয়া হয়। এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের যশোর সদর উপজেলার ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাহিদ হাসানকে পুরস্কার তুলে দেন।

ফুটবল খেলা উপভোগ করতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে যশোর জেলা সহ বিভিন্ন উপজেলার নারী ও পুরুষ দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শুধু তাই নয়! খেলা উপভোগ করতে পৌর ভবনের ছাদে, উপজেলা পরিষদের ছাদে, উপজেলা জামে মসজিদের ছাদে, কেশবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাদে, মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ সহ বিভিন্ন বাসা বাড়ির ছাদে হাজার হাজার দর্শকদের বসে ও দাঁড়িয়ে খেলা উপভোগ করতে দেখা গেছে। তবে খেলা উপভোগ করতে আসা হাজার হাজার দর্শকের সমাগম ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।হাজার-হাজার দর্শক মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করতে পেরে ফুটবল প্রেমীদের অনেকেই উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।

উক্ত খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নাসির উদ্দীন, সহকারী রেফারি ছিলেন নাজমুল হুদা, আব্দুর রহমান এবং চতুর্থ রেফারি ছিলেন আতিয়ার রহমান এবং ম্যাচ রেফারি ছিলেন নূরুল ইসলাম খান।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শেখ রেজাউল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, মহির উদ্দীন মাহি।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা শুরুর আগে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে।

এসময় উপস্থিত ছিলেন,যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, সদস্য রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিত নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হুসাইন মোহাম্মদ ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা প্রমূখ।

উল্লেখ্য, যশোর জেলার ৮ টি উপজেলা নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর আয়োজন করেন কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় গত ১৪ আগষ্ট (২০২২) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যশোর উপজেলা বনাম কেশবপুর উপজেলা ফুটবল একাদশ দলের উদ্বোধনী ম্যাচের প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেছিলেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।