তারিকুজ্জামান,প্রতাপনগর,আশাশুনি, প্রতিনিধি // ১২ নভেম্বর উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রতাপনগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।১৯৭০- এর ১২ নভেম্বরে প্রলয়ংনকারি ঘূর্ণিঝড়ে প্রয়াত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ রাখতে এবং বাংলাদেশের উপকূলীয় জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবি জোরালো করতে উপকূল দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি ও উপকূল বোর্ড গঠন সময়ের দাবি। বাঁচাও উপকূল ও ন্যাচার কনজারভেশন ভলান্টিয়ার টিমের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করছে।
আজ ১২ নভেম্বর শনিবার বেলা ৪টায় প্রতাপনগরের প্রাণ কেন্দ্র তালতলা বাজারের মেইন সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ন্যাচার কনজার ভেশন ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক টিমের আহ্বায়ক দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহর সার্বিক পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক আকরাম হোসেন সানা, বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাছান উল্লাহ, বাঁচাও উপকূল অন্যতম সদস্য সাংবাদিক মোস্তাকিম বিল্লাহ, প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।