পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক বর্ধিত সভা রবিবার (১৩ নভেম্বর) বিকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।সভায় আগামী ২৪ শে নভেম্বর বঙ্গবন্ধু’র কন্যা,বর্তমান সরকার শেখ হাসিনা’র যশোর আগমন এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।
মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান সরদারের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার আজিজুর রহমান-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম পিটু, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ার মাহমুদ, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের বিশ্বাস।
বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সাজ্জাত আলী মোড়ল, শ্রমিক লীগের আহবায়ক সরদার মুনছুর আলী, কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফুর গফফার। মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, আওয়ামিলীগ নেত্রী মমতাজ বেগম, মঙ্গলকোট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোনতাজ উদ্দীন খান, সাবেক ইউপি সদস্য নাদিরা সুলতানা, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আছাদুজ্জামান আসাদ, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লা, ৬ নং ওয়ার্ডের জামাল উদ্দীন, ৮ নং ওয়ার্ডের সদস্য স্বদেশ গোলদার, ৯ নং ওয়ার্ডের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোসলেম উদ্দীন সরদার, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু,মঙ্গলকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ আছাদুজ্জামান আসাদ,ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাফুজ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি,মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসলেম উদ্দীন সরদার,বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা জি,এম মিজানুর রহমান মিল্টন, মঙ্গলকোট ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতির সভাপতি ও সাবেক ছাত্র নেতা অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস,পাঁচারই টিএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব,মঙ্গলকোট বাসস্ট্যাণ্ড বাজার কমিটির সভাপতি ও আওয়ামিলীগ নেতা ডাঃ আব্দুল খালেক মোড়ল, সাবেক ওয়ার্ড সভাপতি আয়ুব আলী,বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীটের শিক্ষক মোস্তফা কামাল লিটন, ইউ,পি সদস্য মোসলে উদ্দীন গোলদার,ইউ,পি সদস্য জহির রায়হান, মেম্বর মোমেনা বেগমসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ২৪ শে নভেম্বর বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা’র যশোরে আগমন উপলক্ষ্যে এই ইউনিয়ন থেকে সর্বাধিক নেতা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করবেন বলে আশা ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মফিজুর রহমান গীতা থেকে পাঠ করেন, পাথরা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।