অতনু চৌধুরী রাজু,বাগেরহাট জেলা প্রতিনিধি // মোংলা বন্দর চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) এর প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বন্দর সদর দপ্তরের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভায় বারভিডার চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বে প্রতিনিধি দলে অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্টগন, ট্রেজারার ও কার্যনির্বাহী সদস্যগন উপস্হিত ছিলেন।।এসময়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে বন্দরে আমদানীকৃত গাড়ির যন্ত্রাংশ খোয়া যাওয়া রোধে বন্দর কর্তৃপক্ষের ভূমিকা, ষ্টিভেটরস এবং বারভিডার প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে যৌথ ইনভেন্টরী কার্যক্রম পরিচালনা সহ নানান সুযোগ সুবিধা প্রদানের জন্য বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় অধিক গাড়ি আমদানির প্রেক্ষিতে বড় বড় জাহাজ বন্দরের জেটিতে ভেড়ার জন্য পশুর নদীতে ড্রেজিং এবং আধুনিক কার ইয়ার্ড নির্মানের দাবী জানান। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা গাড়ী আমদানীকারকদের জন্য আধুনিক বহুতল শেড নির্মানসহ সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়নের আস্বাস দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।