খুলনার খবর // খুলনায় গণমিছিল বের করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ।গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়। পিটিআই মোড়, রয়েল মোড়, ময়লাপোতা, শিববাড়ি, ফেরিঘাট হয়ে মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।এসময় তিনি বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুন্নসহ উন্নয়ণে বাঁধা সৃষ্টিকারীদের একবিন্দু ছাড় দেয়া হবে না।বিএনপি জামায়াতকে সাথে নিয়ে দেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টি করতে চায়।বিএনপি ইচ্ছাকৃতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে।তাদের এই চক্রান্ত সফল করতে দেয়া হবেনা।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি এ্যাড. আইয়ুব আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল।খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মিজানুর রহমান মিজান, কাজী এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির এ্যাড. খন্দকার মজিবর রহমান,প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শামছুজ্জামন মিয়া স্বপন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, কাউন্সিলর শেখ গাউসুল আজম, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর ইমাম হোসেন চৌধুরী ময়না, কাউন্সিলর গোলাম মওলা শানু, কাউন্সিলর আরিফ হোসেন মিঠুসহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।