পরেশ দেবনাথ // কেশবপুরে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেশবপুর সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শণিবার (৩ নভেম্বর) যথাযথ মর্যাদায় এ দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঘনিষ্ট সহচর ও সাবেক এমএনএ প্রয়াত “সুবোধ মিত্র” কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার ওয়াজেদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা সমাজ সেবা অফিসার আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি অ্যাড. মিলন মিত্র, সহ-সভাপতি ও সাংবাদিক মোতাহার হোসাইন, কাজী নজরুল ইসলাম, সাগরদাঁড়ি কারিগরী মহাবিদ্যালয়ের প্রভাষক কানাইলাল ভট্রাচার্য্য, সুবোধমিত্র কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সুভাষিত দত্ত, আওয়ামী লীগ নেতা আবুল বাশার খাঁন ও আবু কালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।