1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোল্লাহাটে পুলিশের অভিযানে ছিনতাইকৃত মোটর সাইকেল ও ২ ছিনতাইকারী গ্রেফতার। স্বেচ্ছাসেবক দল খুলনা জেলার জরুরী সাধারন সভা দেবহাটায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও আসাদুজ্জামান যশোরের প্রেস ক্লাবে জামায়াতের সংবাদ সম্মেলন খবির খান জামায়াতের কোনো দায়িত্বশীল ব্যক্তি নন দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি ও স্যালাইন বিতরণ যশোরের চিহ্নিত সন্ত্রাসী বাবু আটক বৈঠকে সন্তুষ্ট নন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের বাগেরহাটের মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড অনলাইন জুয়ায় আসক্ত কিশোর-কিশোরী;মেধা শূন্য হচ্ছে মেধাবী শিক্ষার্থীরা পাইকগাছায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ ৯জনের বিরুদ্ধে থানায় ঘের দখল ও লুট-পাটের অভিযোগ ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’ পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি, নগরীতে পানি সরবরাহ বন্ধের হুমকি নড়াইলে সৌদি প্রবাসী আকরাম শেখ হত্যাকাণ্ডের জের;২১ বাড়ি ভাংচুর, লুটপাট ও  অগ্নিসংযোগ কেশবপুরের সীমান্তবর্তী নেহালপুর ইউপি চেয়ারম্যান ফারুখ হুসাইন আর নেই খুলনা সাতক্ষীরা মহাসড়কে বাস ও ইজি বাইকের সংঘর্ষ। যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ষবরণ খেলাধুলা অনুষ্ঠিত ভিসি’র সমর্থনে কুয়েট কর্মচারীদের মানববন্ধন যশোরে রূপদিয়ায় জামায়াত সন্ত্রাসীদের তান্ডবখোলা আকাশের নীচে ১৪ পরিবার, ওদের চোখেমুখে এখনো আতঙ্কে নগরীর বিভিন্ন রাস্তার মোড় ও সড়কের নির্মাণ-সৌন্দর্য বর্ধন কাজের গতি আনতে করণীয় বিষয়ক সভা

কেশবপুরের মঙ্গলকোটে জমে উঠেছে পান,সুপারি ও সনের বাজার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪১৬ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের মঙ্গলকোটে জমে উঠেছে পান, সুপারি ও সনের বাজার। হাটের উন্নয়নকল্পে গত ২০২০ সাল থেকে বেশ জাকজমকপূর্ণভাবে চলে আসছে বাজারটি। রবিবার ও বৃহস্পতিবার এই দুই দিন বসে হাট। আর ভোর থেকে সকাল ৯ টার মধ্যে শেষ হয়ে যায় পান, সুপারি ও সনের বাজার। এ বাজারে বহু দূর-দূরান্ত থেকে পানের ব্যাপারিরা আসেন পান-সুপারি কিনতে। কেশবপুর, চুকনগর, কাঁঠাতলা, ডুমুরিয়া, কালিয়ারই, পরচক্রা, বাউশলা, হাড়িয়াঘোপ, ভান্ডারখোলা, মঙ্গলকোট বাজারের খুচরা পান বিক্রেতারাসহ বিভিন্ন এলাকা থেকে আসেন এ বাজারে। মঙ্গলকোট, আলতাপোল, পাঁচারই, বড়েঙ্গা, মাগুরখালী, বসুন্তিয়াসহ বিভিন্ন গ্রামে রয়েছে যথেষ্ট পানের বরজ। পানের বরজওয়ালা সুশান্ত সেন বলেন, এখানে পানহাট হওয়ায় এ অঞ্চলের পান চাষীদের অত্যন্ত সুবিধা হয়েছে।

ডুমুরিয়া থেকে পান কিনতে আসেন, সাধন অধিকারী, শিশির কুণ্ড, বিষ্ণু পদ কুণ্ডু, বিমল কৃষ্ণ কুণ্ডু, পিন্টু অধিকারী, আব্দুস সাত্তার। তারা বলেন, এখানে পানের বাজার হওয়া অব্দি প্রতি বৃহস্পতিবার ও রবিবার খুব ভোরে এসে গাজি ধরে পান কিনি। পান চাষি প্রত্যেকে যে পান নিয়ে আসেন সেটি হলো এক গাজি। তারা জানান, আমাদের এই মহেন্দ্র গাড়িতে ৭০/৮০ গাজি পান আছে। এক এক গাজিতে ৩০, ৩৫, থেকে ৬০ পোন করে পান আছে। প্রতি পোন পানের দাম ৩০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত দরে কিনেছি।

মঙ্গলকোট, বসুন্তিয়া, বিদ্যানন্দকাটি, আলতাপোল, মাগুরখালি, পাঁজিয়া, কাটাখালিসহ বিভিন্ন এলাকা থেকে আসে সুপারি। সুপারি হাটে আসার বিভিন্ন রাস্তায় বসেছে অনেক ফড়িয়া ব্যবসায়ী। তাঁরা অপেক্ষাকৃত কম দামে সুপারি কেনেন। বাগান মালিক সাজ্জাত মালী বলেন, চলতি ভাদ্রের শেষে ও আশ্বিন প্রথম থেকেই সুপারির মৌসুম শুরুতে বিভিন্ন হাটে জমে উঠেছে সুপারি বেচাকেনা। গত বছরের তুলনায় এবার মৌসুমের প্রথম দিকে সুপারির দাম অনেক কম থাকলেও বর্তমান সুপারির দাম কম নয়। মঙ্গলকোট গ্রামের মফিজুর রহমান বলেন, এখানে সুপারি বিক্রয় হয় কুড়ি হিসেবে। ৫৫ গুন্ডা সুপারিতে এক কুড়ি এবং ৪ টা সুপারিতে এক গুন্ডা। ইব্রাহিম রেজা বলেন, এবার সুপারি কম হয়েছে। দামে কম নয়। পাঁচ কুড়ি সুপারি এনেছিলাম, ২২০ টাকা করে বিক্রি করেছি।

সুপারি ব্যবসায়ী খতিয়াখালী গ্রামের দীপক দাস ও মদন দাস এ বাজার থেকে সুপারি পাইকারি দরে কেনেন এবং খুচরা বিক্রি করেন। দীপক দাস বলেন, বড়েঙ্গা, কন্দর্পপুর পাঁজিয়া খতিয়াখালী, মাগুরখালী, গড়ভাঙ্গা এই অঞ্চলে সুপারি বেশি হয়। এবার সুপারির জন্মায়েছে কম কিন্তু দাম খারাপ না। এক কুড়ি সুপারির সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ৪৫০ টাকা বেচাকেনা হচ্ছে।

পানের লতা বাঁধার জন্য উলু/কাশে/সন বিক্রেতা মহিন উদ্দীনের সাথে কথা হয়। তিনি বলেন, আমার মত সামাদ, ঝড়ু, রফিকসহ আরও কয়েকজন এগুলো বিক্রি করি। এগুলো আমরা কুষ্টিয়া থেকে কিনে পাটকেলঘাটা নিয়ে যায়, সেখান থেকে বিভিন্ন বাজারে বিক্রি করি। সনের দৈর্ঘ্যতা অনুযায়ী এক কেজি সন ৭০, ৮০, ৯০ টাকায় বিক্র করি। স্থানীয় পাইকারী ব্যবসায়ী শংকর কুমার সেন বলেন, আমি ৩ বছর ধরে কুষ্টিয়া থেকে কিনে এনে এই ব্যবসায়ীদের কাছে পাইকারী দরে বেঁচে দিয়ে থাকি।

বাজারের স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও হাট মালিক নওয়াব আলী মোল্যা বলেন, বাজার উন্নয়নের জন্য প্রথমে গরু-ছাগলের হাট বসাই। এর পর এলাকার পানব্যবসায়ীদের ও বাজার উন্নয়ন কমিটির সহযোগিতায় এবং বিভিন্ন এলাকার পান ক্রেতাদের সাথে কথা বলে পানের হাট বসাই। এখন দেখছি সবচেয়ে পানের বাজার ভাল চলে। সেই সাথে সুপারি ও সনের ব্যবসায়ী আসতে শুরু করায় এ হাটের একটা ঐতিহ্য ফিরে এসেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।