মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি// নড়াইলের লোহাগড়া উপজেলায় তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানের এক ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহারসামগ্রী দেওয়া হয়েছে।
গত সোমবার দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠান টেককেন করপোরেশনের কর্মকর্তারা শিশুদের হাতে এ উপহার তুলে দেন। উপহারের মধ্যে ছিল টি-শার্ট,ক্যাপ ও মগ।
টিচরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাইটকুমড়া-মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিশুকে এসব উপহার দেওয়া হয়।
টেককেন করপোরেশনের ব্যবস্থাপক নাওমি ওয়াতানাবে এ সময় বলেন,‘টেককেন করপোরেশন কালনায় মধুমতি সেতু নির্মাণ করেছে। তাই কালনা এলাকার শিশুদের এ উপহারগুলো দেওয়া হলো
জাপান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর চলছে। এই মধুর সম্পর্ক আমরা ভালোভাবেই উদ্যাপন করছি। শিশুদের হাতে এগুলো দিতে পেরে আমরা আপ্লুত, আমরা খুশি’।
উপহারগুলো তুলে দেওয়ার সময়ে জাপানি কর্মকর্তারা ও শিশুরা একসঙ্গে স্লোগান দেয়- ‘উন্নয়নের পথে দুটি দেশ, বন্ধু জাপান-বাংলাদেশ।’ উপহার পেয়ে শিশুরা আনন্দে হাততালি দিয়ে ওঠে।
এ সময় আরও উপস্থিত ছিলেন টেককেন করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি,উপপ্রকল্প ব্যবস্থাপক তেছুয়া মাতুয়ামা, উপমহাব্যবস্থাপক হিরোকাজু ইপ্পনছুগ, ব্যবস্থাপক (প্রশাসন) মো. আল আমিন সরকার ও জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) ফকরুল আলম,লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ। এ সময়ে বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টিচরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শোভা ও মরিয়াম তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এরকম উপহার আমরা আগে কখনো পাইনি, উপহার পেয়ে আমরা যারপরনাই খুশি’।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।