পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।যশোরের কেশবপুরে বিএসটিআই কর্তৃক প্রদত্ত লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের হওয়ায় শহরের রড ব্যবসায়ী নিপুণ ইন্টারপ্রাইজের মালিক আনিছুর রহমানকে দশ হাজার টাকা ও বিএসটিআই এর কোন লাইসেন্স না থাকায় বায়শা ঘোষ ডেয়ারীর মালিক রমেশ চন্দ্র ঘোষকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের রড ব্যবসায়ী আনিছুর রহমান-এর বিএসটিআই কর্তৃক প্রদত্ত লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং মিষ্টি ব্যবসায়ী রমেশ চন্দ্র ঘোষ-এর বিএসটিআই এর কোন লাইসেন্স না থাকায় উভয়কে ওই জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কেশবপুর শহরের দুই ব্যবসায়ীকে দশ টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিজান অভ্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।