পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুর প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোঃ আবিদ হোসেন মোল্লা ও ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লার পিতা- মাতা আমেনা শাহাদাত ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত কেশবপুরের ৯ নং গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামে অবস্থিত আমেনা শাহাদাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোঃ আবিদ হোসেন মোল্লার উদ্যোগে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সহযোগিতায় সকালে দুস্থ অসহায় ৫’শ তিন টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। মোঃ আবিদ হোসেন মাঝে মধ্যে বাড়ি আসেন এবং মানুষের সেবায় নিয়োজিত থাকেন।
ডাক্তার মোঃ আবিদ হোসেন মোল্লা ১৯৮২ সালে তিনি মেডিকেল অফিসার হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি জীবন শুরু করেন। তারপর মেডিকেল অফিসার হিসেবে পোস্টিং নিয়ে ময়মনসিংহ এর হালুয়াঘাট এবং পরে যশোরের ঝিকরগাছা স্বাস্থ্য কেন্দ্রে চাকুরী করেন। সরকারী চাকুরী ছেড়ে ১৯৮৪ সালে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি নিয়ে সেখানে গমন করেন। ১৯৮৭ সালে দেশে ফিরে এসে ৮ম বিসিএস এর মাধ্যমে পুনরায় সরকারী চাকরি গ্রহণ করেন। মেডিকেল অফিসার হিসেবে পোস্টিং হয় যশোরের চৌগাছা উপজেলায়। ১৯৯০ সালে শিক্ষা বিভাগের সহকারী রেজিস্টার হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। ১৯৯২ সালে প্রেড্রিয়েটিক্সে এফসিপিএস (FCPS) ডিগ্রী লাভ করেন। পোস্টিং সেখানেই থাকে। অতপর: ১৯৯৩ সালে সহকারী অধ্যাপক (শিশু স্বাস্থ্য) হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং ১৯৯৪ সাল পর্যন্ত সেখানে কাজ করেন। দেশে ফিরে এসে ১৯৯৫ সালে সহযোগী অধ্যাপক এবং সর্বশেষ ২০০৪ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এখন তিনি ঢাকা বার্ডেম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফেসর হিসাবে কর্মরত আছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।