নিজস্ব প্রতিনিধি // আজ সোমবার (১২ ডিসেম্বর) বিএসটিআই, খুলনার উদ্যোগে খুলনা জেলা প্রশাসনের বিজ্ঞ সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বিবি করিমুন্নেসা এর নেতৃত্বে খুলনা মহানগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।এসময় বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো, মেসার্স ইনানী ড্রিংকিং ওয়াটার, দৌলতপুর, খুলনা এর উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে মাণচিহ্ন ব্যবহার করায় ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর ১৫ ধারা লঙ্ঘণের দায়ে ০১টি মামলা দায়ের করা হলে বিজ্ঞ আদালত ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা মাত্র জরিমানা করেন এবং মেসার্স সায়রা ফিলিং স্টেশন, বয়রা, খুলনা প্রতিষ্ঠানটি অকটেন, পেট্রোল ও ডিজেলে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৯০ মিলি, ৬০ মিলি ও ৫০ মিলি কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ লঙ্ঘণের দায়ে টাঃ ২০০০০.০০ (বিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই খুলনার কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন , ফিল্ড অফিসার (সিএম) ও জনাব রনজিত কুমার মল্লিক, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
তিনি আরো জানান, জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।