মোঃ ফয়সাল হোসেন,কয়রা উপজেলা প্রতিনিধি //সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে ডরপ প্রকল্পের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কয়রা উপজেলা চারটি ইউনিয়নে এই প্রকল্পের কর্মসূচি বাস্তবায়িত হবে ।মঙ্গলবার সকাল ১১ টায় বাগালী ইউনিয়ন পরিষদ হলরুমে কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন প্রকল্প পরিচিতি সভায় প্রকল্প সমন্য়কারী মাহবুবা আক্তার এ কথা বলেন। এসময় বাগালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউসুফ আলীর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ সামাদ গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউ,পি সদস্য মোঃ আজিজুল হক গাজী,মোঃ ইকবল হোসেন সানা,এস এম বনিউল ইসলাম ‘ ইউ পি সদস্যা রুবিনা মিলন, রাশিদা খাতুন।প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ,ইমাম, মুক্তিযোদ্ধা,স্কুল শিক্ষক,বিভিন্ন কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গ। এসময় বক্তারা প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সমগ্র অনুষ্ঠানটি পরচালনা করেন ইলভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিরেটর আব্দুল হালিম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।