পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // “প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিবাদ্য সামনে রেখে কেশবপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের আয়োজনে সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে র্যালি, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারি প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এম এম আলমগীর কবীর, উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দাশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সাংবাদকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।