চুয়াডাঙ্গা প্রতিনিধি // চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় শহীদ হাসান চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভসূচনা করা হয়। এদিন সকাল সাড়ে ৬টায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, চুয়াডাঙ্গা পৌরসভা, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মলিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সরকারি কর্মকর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন।
এরপর সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তার পর পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিএনসিসি, গার্লস গাইড, স্কাউট, শিশু পরিবার নিবাস ছাত্র-ছাত্রী, মুকুল ফৌজ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ক্লাব কুচকাওয়াজ পরিদর্শন করে। কুচকাওয়াজে সালাম গ্রহন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।
মহান বিজয় দিবসে চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে দুপুরে চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও ভি.জে.সরকারী উচ্চ বিদ্যালয়ে মুক্তযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন, বাদ জুম্মা সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় জাতীর শান্তি ও অগ্রগতি কামনা করে সুবিধাজনক সময়ে মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকালে চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের আলোচনা সভা ও প্রীতি ক্রীড়া ও প্রীতি ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়। সন্ধ্যায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।