নিজস্ব প্রতিবেদক // যশোর শহরের বেজপাড়ার আসাদুজ্জামান ওরফে বুনো আসাদ হত্যার ঘটনায় আদালতে দায়ের করা মামলাটি থানার মামলার সাথে সংযুক্ত করে তদন্তের আদেশ দিয়েছে আদালত। এ মামলায় এবার এজাহারনামীয় আসামি হলো কাস্টমস কার্মকর্তাসহ ৭ জন। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার তদন্ত প্রতিবেদনের উপর শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।
আদালতের আদেশ এ মামলার এজাহারনামীয় আসামিরা হলো, শহরের বেজপাড়ার মাঠপাড়ার সুমনের বাড়ির ভাড়াটিয়া কাশেমের ছেলে হাসান ওরফে খাবড়ি হাসান, বনানী রোডের আক্কাচের ছেলে চঞ্চল,খোকনের ছেলে আকাশ, খাইরুল ইসলামের ছেলে লিপন ওরফে বস্তা লিপন, আইয়ুব আলীর ছেলে সুমন, বিশ্বজিত মুখার্জির ছেলে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জি ওরফে উপল মুখার্জি ওরফে কানাই লাল কানু ও রায়পাড়ার বিপ্লব।
মামলার অভিযোগে জানা গেছে, আসাদুজ্জামান আসাদ বাড়িতে গরুর খামার করে জীবিকা নির্বাহ করতেন। গত ৮ নভেম্বর সন্ধ্যায় আসাদ সাদেক দারোগার মোড়ে ওষুধ কিনতে যান। এ সময় পূর্বশত্রুতার জের ধরে আসামিদের মধ্যে খাবড়ি হাসান চাকু দিয়ে বুকে আঘাত করে। আসাদ মাটিতে পড়ে গেলে অন্য আসামিরা তাকে মারপিট ও ছুরিকাঘাতে জখম করে। গুরুতর আহত আসাদকে প্রথমে যশোর পরে ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন ৯ নভেম্বর আসাদকে হত্যা চেষ্টার অভিযোগে চারজনকে কোতয়ালি থানায় একটি মামলা করেন তার ভাই শাহিদুর রহমান। ২১ নভেম্বর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আসাদ মারা যান। পরে পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন বস্তা লিপন ও সুমন ঘটনাস্থলে থেকে আসাদকে মারপিট করেছিল।
এছাড়া আসাদ গত ২২ সেপ্টেম্বর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জির বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন দুদকে। এপর ইন্দ্রজিত অভিযোগ প্রত্যাহার করে নিতে আসাদকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল। আসাদ অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় তার পরিকল্পনায় আসামিরা এ হত্যাকান্ড ঘটিয়েছিল। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগটি গ্রহণ করে এ ঘটনার কোতয়ালি থানায় কোন মামলা আছে কিনা থাকলে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন ওসিকে। আদালতের আদেশে থানায় করা মামলার অগ্রগতিসহ আদালতে প্রতিবেদন জমা দেয়া হয়।এ প্রতিবেদনের উপর শুনানি শেষে বিচারক আদালতে দায়ের করা অভিযোগ গ্রহণ করে কোতয়ালি থানায় করা মামলার সাথে সংযুক্ত করে তদন্তের আদেশ দিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।