1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান সুস্থতা কামনা করে, অসুস্থ নেতাদের শয্যা পাশে – মহানগর নেতৃবৃন্দ  পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে হবে: এড.মনা কয়রায় ৮০ কেজি বিষাক্ত চিংড়ি ও নৌকা জব্দ কুয়েট থেকে ভিসি নিয়োগ, বেতন ভাতার দাবিতে কর্মচারীদের মানববন্ধন খুলনায় এনসিপির পথসভা হবে দুটি স্থানে সোয়া ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে  তালুকদার আব্দুল খালেক  ও হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ত্রিশা‌লে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্য লোহাগড়ায় আন্ত:জেলা ডাকাত দলের প্রধান তুষার শেখ স্ত্রীসহ গ্রেফতার, স্বর্ণ উদ্ধার বাগেরহাটে রাতভর ডাকাতি হওয়া মালামাল’সহ আটক -৭ নগরীতে বৃষ্টির মধ্যে সড়কে কার্পেটিং না করার দাবি নিসচার লোহাগড়ায় ঘুষের বিনিময় আসামি মুক্ত ! এলাকায় তোলপাড় লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন লোহাগড়ায় ঘুষ কেলেঙ্কারির ঘটনায় আলোচিত সেই এএসআই ইলিয়াস ক্লোজড দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে ফ্যাসিস্ট সরকার: যশোরে নারী সমাবেশে নার্গিস বেগম পাইকগাছায় ৮০ বছরের দখলী সম্পত্তি জবর- দখলের চেষ্টা অব্যাহত পরিবর্তনের বার্তা নিয়ে খুলনায় এনসিপির পদযাত্রা শুক্রবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার পুনরুদ্ধারে গণমাধ্যমকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে কোন বয়সে মানুষ সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়?

মরক্কোকে হারিয়ে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া

  • প্রকাশিত : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৭১ বার শেয়ার হয়েছে

নিউজডেস্ক // কাতার বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এ জয়ে তৃতীয় হয়ে আসর শেষ করল লুকা মদ্রিচের দল।গতকাল শনিবার আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মর্যাদার লড়াইয়ে আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচটা অবশ্য বেশ জমে উঠেছিল। সপ্তম মিনিটেই ক্রোয়াটদের ১-০ ব্যবধানে এগিয়ে নেন ইয়োস্কো গাভারদিওল। দুই মিনিটের মধ্যে মরক্কোকে ১-১ এ সমতায় ফেরান আশরাফ দারি।

এরপর ভালই আধিপত্য দেখাচ্ছিল ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল। কিন্তু ৪২ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ এক গোল করে ক্রোয়েশিয়াকে ২-১ এ এগিয়ে দেন উইঙ্গার মিসলাভ অরসিচ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে একাধিকবার জোরালো আক্রমণে উঠলেও আর গোলের দেখা পায়নি মরক্কো। ১৯৯৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তৃতীয় হওয়ার ২৪ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে তৃতীয় হলো ক্রোয়েশিয়া।

সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে কোনোরকম প্রতিরোধ গড়তে না পারা ক্রোয়েশিয়া এদিন ম্যাচ শুরু হতেই এগিয়ে যায়। সপ্তম মিনিটে লুকা মদ্রিচের ফ্রি কিকে ফাঁকায় বল পেয়ে ইভান পেরিসিচ হেডে সেটি বাড়ান ছয় গজ বক্সের সামনে, আর ডাইভিং হেডে পোস্ট ঘেঁষা গোলে ক্রোয়াটদের ১-০ তে এগিয়ে দেন ডিফেন্ডার ইয়োস্কো গাভারদিওল।

আসর জুড়ে অবিশ্বাস্য সব পারফরমেন্স উপহার দেওয়া মরক্কো পাল্টা জবাব দিতে দুই মিনিটও  দেরি করেনি। নবম মিনিটে ডান দিকের সাইডলাইন থেকে হাকিম জিয়াশের ফ্রি কিক তেমন ভালো ছিল না, তবে বক্সের মুখে ডিফেন্ডার লভরো মাইয়ে সেটি হেড করে ফেরাতে গিয়ে উল্টো বল পাঠিয়ে দেন গোল মুখে।  সেখানেই দারুণ এক হেডে ১-১ এ সমতা আনেন আশরাফ দারি। জাতীয় দলের হয়ে এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

প্রতিপক্ষের চাপের মুখে ২৮তম মিনিটে জিয়াশের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ভালো একটি আক্রমণ করেন আশরাফ হাকিমি। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ছয় গজ বক্সে বল বাড়ান পিএসজি ডিফেন্ডার; কিন্তু একটু  বেশি এগিয়ে ছিলেন ইউসেফ এন-নাসরি। প্রায় টানা ১৫ মিনিট আক্রমণে আধিপত্য করে মরক্কো। এই সময়ে আরও কয়েকটি সুযোগও তৈরি করে তারা; কিন্তু মেলেনি গোল। এরপরই ৪২তম মিনিটে পাল্টা আক্রমণে মিসলাভ অরসিচের দারুণ নৈপুণ্যে ২-১ গোলে এগিয়ে যায় ক্রোয়াটরা।

ডি-বক্সের মুখে মরক্কো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সতীর্থের পা ঘুরে বক্সের ডান দিকে পেয়ে যান অরসিচ। প্রথম ছোঁয়ায় নেন কোনাকুনি শট, বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে নাম লেখানো মরক্কো পরে ছাড়িয়ে যায় তাদের অঞ্চলের ইতিহাস। প্রথম আফ্রিকান দল হিসেবে উঠে আসে সেমিফাইনালে। সেখানে ‘ডিফেন্ডিং’ চ্যামম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০’ গোলের হারে স্বপ্নভঙ্গ হয় দ্য এ্যাটলাসদের। মরক্কো প্রথম বিশ্বকাপ খেলে সেই ১৯৭০ সালে।

শ্রেষ্ঠত্বের মঞ্চে এটি ছিল তাদের ষষ্ঠবারের অংশগ্রহণ। গতবার (২০১৮) গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া মরক্কো এবার একের পর এক জায়ান্টদের বিদায় করে সেরা চারে উঠে আসে। ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ে মিশন শুরুর পরের ম্যাচেই তারা ২-০’ গোলে হারিয়েছে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয়সেরা দল সোনালি প্রজন্মের বেলজিয়ামকে। এরপর ২-১ এ কানাডা বধ। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে এফ-গ্রুপে টেবিলের শীর্ষে থেকে উঠে আসে শেষ ষোলোতে।

সেখানে ১২০ মিনিট গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে রেগ্রাগুইয়ের দল। ৩-০’র জয়ে দুটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান গোলক্ষক ইয়াসিন বুনু। কোয়ার্টার ফাইনালে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে তারা হারায় ১-০ ব্যবধানে। ৪২ মিনিটে একমাত্র গোলটি করেন ইউসেফ এন-নাসরি। ২-০ ব্যবধানে হেরে যাওয়া সেমিফাইনালেও পরাশক্তি ফ্রান্সের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে মরক্কো। আসরজুড়ে দারুণ নৈপুণ্যে বিশ্ববাসীর নজর কাড়েন আশরাফ হাকিমি, ইয়াসিন বুনু, ইউসেফ নাসরিরা।

১৯৯৮ সালে প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মঞ্চে পা রাখা ক্রোয়েশিয়ার এটি ছিল ষষ্ঠ বিশ্বকাপ। রাশিয়ায় গত বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলের হারে স্বপ্নভঙ্গ হয়েছিল ক্রোয়াটদের। টানা দ্বিতীয়বারে মতো সেমিতে উঠে এবার তারা সেখানে আর্জেন্টিনার কাছে হার মানে ৩-০ ব্যবধানে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।