বাগেরহাট প্রতিনিধি// সুন্দরবন থেকে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ নয়ন বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার (২৬ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে মোংলা উপজেলার সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জয়মনির ঘোল গ্রামের মিরাগামারী খালের উত্তরপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের মৃত মকবুল ফরাজীর ছেলে মো. মাসুম ফরাজী (৩৫), মো. আব্বুস কবিরাজের ছেলে মো. হাছান কবিরাজ (৩০) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ারী গ্রামের মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে মো. আলমগীর হোসেন হাওলাদার (৫০)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সম্প্রতি সুন্দরবনে মাছ ধরার সময় কিছু জেলেদের অপহরণ করে দস্যুরা। জেলেদের নিরাপত্তা নিশ্চিতে অভিযানে নামে পুলিশ। সেই ধারাবাহিকতায় মিরাগামারী খালের উত্তরপাড় থেকে অস্ত্রসহ তিন বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, কাঠের বাটসহ ২টি রামদা, ২টি লোহার রড, ২টি টর্চ লাইট, হাত-পা বেঁধে রাখার কয়েক টুকরা নাইলনের রশি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেরুলুর রহমান, মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।