শরিফুল ইসলাম // খুলনায় ১৭ বছর বয়সী ইজিবাইক চালক মোঃ আব্দুল্লাহকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। খুলনার নতুন জেলখানা নির্মাণাধীন বাইপাস সড়কের কাছে ঘাসের মধ্যে পড়ে থাকা লাশ যৌথভাবে পুলিশ ও সিআইডি উদ্ধার করে আজ ( ২৭ ডিসেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে।নিহত মোঃ আব্দুল্লাহ গল্লামারীর মোহাম্মদ নগরে ভাড়া বাসাতে থাকতেন।
নিহতের পরিচিত বন্ধুরা জানান, তাকে গতকাল সোমবার ইজিবাইকে যাত্রী নিয়ে রাত ৯ টার দিকে গল্লামারীর মোহাম্মদ নগর থেকে যেতে দেখা যায়।
খুলনা মহানগরীর মোহাম্মদ নগর এলাকার তিনি দেলদার আহমেদ সরকারি বিদ্যালয়ের সপ্তম শেণির ছাত্র। পড়াশুনার পাশাপাশি বাবার ইজিবাইক চালাতেন। নিহত স্কুল ছাত্র লবনচরা থানাধীন মোহাম্মদ নগর মেম্বর সড়ক সাহেবের বাড়ির ভাড়াটিয়া এবং মো: রফিকুল ইসলামের ছেলে।আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরীর জয়বাংলা মোড়ের একটু সামনে নতুন জেলখানার পিছনের কাঁশফুল বাগান থেকে ইজিবাইক চালক আব্দুল্লাহর লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।