যশোর প্রতিনিধি // যশোরে ৯ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে সুকুমার দাশ (৭২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পশ্চিমপাড়া খালধার রোড়ের আখপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সুকুমার খালধার রোডের আব্দুর রহমানের মালিকাধীন নয় তলার তৃতীয় তলার বাসিন্দা।
নিহতের শালিকা রিনা সরকার ও কাজের মেয়ে পারুল জানান, সুকুমার মানসিক রোগী ছিলেন। সপ্তাহ খানেক আগে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এসেছে। এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করে। বুধবার বিকালে বিল্ডিংয়ের নয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সুকুমার দাশের মৃত্যু হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সুকুমার দাশ মানসিক রোগী ছিলেন বলে শোনা যাচ্ছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।