খুলনার খবর// খুলনার খবরের মাননীয় সম্পাদক ও প্রকাশক,বিশিষ্ট ব্যবসায়ী ও খুলনা রিপোর্টস ক্লাবের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট মোঃ ইয়াকুব রাজা ইংরেজি নতুন বর্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছে।
নিশি অবসান, ওই পুরাতন বর্ষ হয় গত! মহাকালের অমোঘ নিয়মে ইতিহাসের পাতা থেকে বিদায় নিল আরেকটি বছর। শুরু হল ইংরেজি নতুন বর্ষ ২০২৩ সালের প্রথম দিন। আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসেব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাই আগামী দিনের নতুন স্বপ্নে সোনালি প্রত্যাশার পাখা মেলে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়,‘বন্ধু হও, শত্রু হও,যেখানে যে কেহ রও,/ ক্ষমা করো আজিকার মতো,/পুরাতন বর্ষের সাথে/পুরাতন অপরাধ যত।আমাদেরও প্রত্যাশা পুরনো বছরের যত ব্যর্থতা-বেদনা,হতাশা-নিরাশা এমনি করে ক্ষয় হোক আবর্ত আঘাতে।
মহাকালের অতলে হারিয়ে গেলো আরো একটি বছর। সময়ের চক্রে আর কখনোই ফিরবে না ২০২২ সাল। তবে বছরটির রেখে যাওয়া স্মৃতি-বিস্মৃতি আলোড়িত হবে প্রকৃতি-পরিবেশ-মনুষ্য সভ্যতায়। আজি নব-বর্ষ-প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার। আবারও সবাইকে জানাই ইংরেজি নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা। শুভ হোক ইংরেজি নববর্ষ।
Leave a Reply