অভয়নগর (যশোর) প্রতিনিধি // যুগান্তর স্বজন সমাবেশ অভয়নগর উপজেলা শাখার নেতারা শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন।গতকাল সোমবার বিকালে নওয়াপাড়া শহরের ক্লিনিকপাড়ায় উদ্বোধন করা হয়েছে ‘মানবতার দেয়াল’।
যুগান্তর স্বজন সমাবেশের অভয়নগর শাখার আহবায়ক এসএম ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফ্ফার।
এ সময় আরো উপস্থিত ছিলেন,স্বজন সমাবেশের নেতা শহিদ হাসান মিস্টার, আবু সাঈদ গাজী, উপজেলা নির্বাহী অফিসারের সিএ সিধু বিশ্বাস, ক্লিনিক ম্যানেজার মো. হারুন অর রশীদ, যুগান্তরের অভয়নগর প্রতিনিধি তারিম আহমেদ ইমন, স্বজন সাইফুল ইসলাম, অরুণ কুমার সিংহ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
তীব্র শীতের মধ্যে গরিব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের জন্য খোলা হয়েছে ‘মানবেতর দেয়াল’। দেয়ালে ঝুলানো হয়েছে বিভিন্ন ধরনের কাপড়-চোপড়। এলাকাবাসীর জন্য মানবতার দেয়ালটি উন্মুক্ত করা হয়েছে।
দেয়ালের প্রতিপাদ্য বিষয়,‘আপনি আপনার বাসার অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য কাপড় হতদরিদ্রদের জন্য দান করুন’।মানবতার দেয়াল থেকে হতদরিদ্র জনগোষ্ঠী নিজ প্রয়োজনে একটি পোশাক নিতে পারবেন। মানবতার দেয়াল উদ্বোধনের পরপরই প্রায় ৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।