হুমায়ন কবির,ঝিনাইদহ প্রতিনিধি// ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টা ৪০মিনিটে এ ঘটনা ঘটে। এতে বন্ধ রয়েছে খুলনার সাথে ঢাকার রেল চলাচল।
কালীগঞ্জের মোবারকগঞ্জ ষ্টেশন মাষ্টার শাহজাহান জানান, গোয়ালন্দ থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি খুলনায় যাচ্ছিল।সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের পর কালীগঞ্জে সুন্দরপুর স্টেশনের পাশে চাঁদবা এলাকায় পৌঁছালে পেছনের বগির ২টি ট্রলি লাইনচ্যুত হয়। তবে এ সময় কোন হতাহাতের ঘটনা ঘটেনি।এঘটনায় খুলনার সাথে দুই পাশের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। এরপর উদ্ধার তৎপরতা শুরু হবে। তবে এখনও পর্যন্ত খুলনার সঙ্গে দুই পাশের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলমান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।