হুমায়ন কবির, ঝিনাইদহ প্রতিনিধি // ঝিনাইদহের কালীগঞ্জে সুন্দরপুর এলাকায় নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করে সাড়ে ৬ ঘণ্টা পর ভোর রাতেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
গতকাল রোববার (১৫ জানুয়ারি) রাত ৮ টায় নকশীকাঁথার একটি বগি লাইনচ্যুত হলে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। ঈশ্বরদি থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এনে বগি উদ্ধার করে সাড়ে ৬ ঘণ্টা পর রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এ ঘটনায় যাত্রীদের ভোগান্তি হলেও কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান,গতকাল রোববার রাত ৮ টার দিকে গোয়ালন্দ থেকে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে আসছিলো। কালীগঞ্জের সুন্দরপুর পৌছালে বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ থাকে। রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এনে লাইনচ্যুত বগি উদ্ধার করলে সাড়ে ৬ ঘণ্টা পর রাত আড়াইটার দিকে এ রুটে খুলনাসহ সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।