পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ২৫ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হয়েছে। প্রথম দিনেই জাদুর প্যান্ডেলে অশ্লীলতা কারণে ৩০ হাজার
টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঐদিন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। উপজেলা প্রশাসন অশ্লীলতা মুক্ত মধুমেলা উপহার দেয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। উদ্বোধনী রাতেই বিভিন্ন প্যান্ডেলে অশ্লীলতার অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান রবিউল ইসলামের জাদুর প্যান্ডেলে অশ্লীলতার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি রবিউল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং জাদুর প্যান্ডেলটি বন্ধ করে দেন। রবিউল ইসলাম এর বাড়ি উপজেলার গোপসেনা গ্রামে।
এদিকে মধুমেলায় অশ্লীলতার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন কেশপুরের সচেতন মহল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।