পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে বালতিতে রাখা পানিতে পড়ে আড়াই বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেতিখোলা গ্রামে। শিশুটির অনাকাঙ্ক্ষিত অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে,কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বেতিখোলা গ্রামের হাফেজ আলমগির মোড়লের আড়াই বছরের শিশু কন্যা আমেনা খাতুন খেলতে গিয়ে রোববার বিকেলে বাড়ির ভিতরে টিউবওয়েলের কাছে পানি রাখা বালতিতে উপুড় হয়ে পড়ে যায়।আশেপাশে কেউ না থাকায় ওই শিশু কন্যার মৃত্যু হয়েছে।বালতিতে রাখা পানির বালতি হতে শিশু কন্যাটি উঠতে না পেরে শ্বাস-নিশ্বাস নিতে না পেরে তার মৃত্যু হয়।পরিবারের ওই দম্পতির প্রথম সন্তানের অকাল মৃত্যুতে বারবার অচেতন হয়ে পড়েছেন।শিশুটির অনাকাঙ্ক্ষিত অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য ভূলের কারণে সারাজীবনের কান্না।
Leave a Reply