পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের সাগরদাঁড়ি সপ্তাহব্যাপী মধুমেলার ৫ম দিন রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মধুমঞ্চে “বাংলা সাহিত্যে মধুসূদনের নাটকের” উপর আলোচনায় যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব প্রধান অতিথির বক্তৃতায় বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত একজন নাট্যকার এবং বাংলা ভাষার সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। কাব্যিক বৈচিত্র্য সমৃদ্ধি তাঁকে অমরত্ব দান করেছে। মহাকবির সাহিত্য, নাটক, সনেটসহ জীবনী বর্তমান প্রজন্মকে জানাতে হবে। মাইকেলকে জানার জন্য বোঝার জন্য এখানে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় হলে এ ধরনের আয়োজন আরও বেশি সফল হবে।
যশোর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব তুষার কুমার পাল’র সভাপতিত্বে এবং কেশবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব প্রভাত কুমার রায় ও যশোর উদীচীর অনুষ্ঠান সম্পাদক জনাব কাজী শাহেদ নওয়াজের সঞ্চালনায় মধুমঞ্চের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যশোরের সিভিল সার্জন,জনাব ডা.বিপ্লব কান্তি বিশ্বাস,যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড.মোস্তাফিজুর রহমান,খুলনা বি,এল,কলেজের প্রাক্তন অধ্যাপক প্রফেসর আব্দুল মান্নান।
আলোচকবৃন্দরা হলেন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ লিটু, যশোর তির্যকের সাধারণ সম্পাদক জনাব দীপংকর দাস রতন, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি ও জেলা প্রতিনিধি জনাব ফরাজী আহমেদ সাঈদ বুলবুল, যশোর সুবর্ণ লিরিকের সম্পাদক কবি কাসেদুজ্জামান সেলিম, কেশবপুর আবু শারাফ সাদেক কারিগরি কলেজের প্রভাষক জনাব কানাইলাল ভট্টাচার্য, যশোরের কবি ও সাংবাদিক জনাব তহীদ মনি।
কেশবপুর উপজেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর পর ছিল আলোচনা সভা।
৫ম দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ও মধুভক্তরা মেলা প্রাঙ্গণে আসতে শুরু করে। আলোচনা সভা শেষে মধুমঞ্চে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যশোরের নওয়াপাড়া পারুল অপেরা কতৃক যাত্রাপালা ‘আগামীর স্বপ্ন’ মঞ্চস্থ হয়। সপ্তাহব্যাপী এ মধুমেলা শেষ হবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।