মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট এএফএম হেমায়েতুল্লাহ হিরু সভাপতি ও অ্যাডভোকেট শেখ তায়েব আলী আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম টিটু, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ ইস্রকফিল খবির রাজু,গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মিশকাতুর রহমান সজীব, আইন ও সমাজকল্যান সম্পাদক পদে অ্যাডভোকেট লাভলী আকতার এবং সদস্য পদে অ্যাডভোকেট বিএম মতিউর রহমান,অ্যাডভোকেট মোঃ টুটুল সিকদার,অ্যাডভোকেট খন্দকার ওয়ালিউল মাসুদ কোটন,অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলাম প্রিন্স ও অ্যাডভোকেট রওশান আরা বেগম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩১ জানুযারি) সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে ১৪২ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের পক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাহমুদুল হাসান কায়েস।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।