মুন্সী মোয়াজ্জেম,শালিখা প্রতিনিধি || বিদ্যুৎ ও পানির অপচয় রোধ,ইন্টারনেটে আসক্তির ক্ষতি, ফাস্টফুডের ক্ষতি ও সৌর বিদ্যুতের সম্ভাবনা এ প্রতিপাদ্য নিয়ে মাগুরা সদরে উপজেলা পর্যায়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন অনুষ্ঠান গত কাল বুধবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ তারিফ-উল-হাসান।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০টি স্টল অংশ নেয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী,গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ ও মেলা উৎসুক জনতা।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন একাডেমিক সুপারভাইজার সুবর্না বিশ্বাস।
আয়োজনে উপজেলা প্রশাসন মাগুরা।তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা।পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
Leave a Reply