সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি || খুলনার ডুমুরিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি মামলার আসামি হাসানকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ হোসেন জানান,ট্রান্সফরমার চুরির মূল হোতা আবু হাসান গাজীকে মঙ্গলবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার তাকে রিমান্ডে আনা হবে বলেও জানান তিনি । এরআগে খুলনা পল্লীবিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন)-র দায়ের করা মামলায় উপজেলার মালতিয়া গ্রামের সরোয়ার হোসেন গাজীর ছেলে ও খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান আবু হাসান গাজী (৪০)-কে শনিবার চুকনগর বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।
মাসখানেক আগে উপজেলার নরনিয়া গ্রাম থেকে এক রাতে দুটি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এরপর খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুসন্ধানে চুরির ঘটনার সাথে হাসানের জড়িত থাকার প্রমাণ পেয়ে সমিতির সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) বাদী হয়ে হাসানের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।