সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি || খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাধীন বরাতিয়ার ঐতিহ্যবাহী কাঁঠালতলা বিশ্বমাতা সেবাশ্রম ও স্বামী ভাস্করানন্দ মঠে ৮৬ তম ১৬ প্রহরব্যাপী বিশ্বশান্তি ও পারমার্থিক কল্যাণে ১২ ফেব্রুয়ারী-২৩ রবিবার থেকে ১৫ ফেব্রুয়ারী ৪ দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম সংকীর্ত মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে সেবাশ্রম ও মঠমন্দির পরিচালনা পর্ষদ অমৃতসূধা পিয়াসী ভক্তবৃন্দদের উপস্থিতি ও সহানুভূতি প্রার্থনা করেছেন।
এই মহতি যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন,মাননীয় সংসদ সদস্য, খুলনা-৫ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সাবেক সফল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কাঁঠাতলা সেবাশ্রম ও মঠ পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা বাবু নারায়ন চন্দ্র চন্দ।
মহানামযজ্ঞানুষ্ঠানে নামামৃত পরিবেশনায় থাকবেন যশোরের শ্রীশ্রী রাধারাণী সম্প্রদায় মাস্টার-সুভাষ দাস ও রায় রামানন্দ সম্প্রদায় মাস্টার-শিবপদ সেন, সাতক্ষীরার যুগোল মিলন সম্প্রদায় মাস্টার-বিশ্বনাথ চৌধুরী ও আদি নিত্যানন্দ সম্প্রদায় মাস্টার-প্রবীর দাস, খুলনার প্রভু কৃষ্ণ প্রাণ সম্প্রদায় মাস্টার-উত্তম বাবু, সরসকাটি গোপীনাথ সম্প্রদায় মাস্টার-নিখিল বিশ্বাস।
আচার্য্য ও সেবাকার্যে থাকবেন,কাঁঠালতলা বিশ্বমাতা সেবাশ্রম ও স্বামী ভাস্করানন্দ মঠ বরাতিয়া, ডুমুরিয়া, খুলনার সেবায়েত শ্রী অবিনাশ কৃষ্ণ দাস। অধিবাস কীর্তন পরিবেশনায় থাকবেন, যশোরের শ্রীশ্রী রাধারাণী সম্প্রদায় মাস্টার-সুভাষ দাস।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।