এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা || দিঘলিয়া উপজেলার দেয়াড়া পূর্বপাড়া নিবাসী মৃত শেখ জাহাঙ্গীর হোসেনের পুত্র শেখ আজমিরের স্ত্রী সুমাইয়ার মৃত্যু রহস্যজনক। জনমনে জিজ্ঞাসা সুমািয়ার মৃত্যুর কারণ আত্নহত্যা না হত্যা?
দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়,গতকাল সকাল ৬ টার দিকে দেয়ারা পূর্ব পাড়া নিবাসী মৃত শেখ জাহাঙ্গীর হোসেনের ছোট ছেলে আজমীরের স্ত্রী সুমাইয়া (২১) ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে বলে সুমাইয়ার স্বজনরা জানায়।
উল্লেখ্য মৃত সুমাইয়া খুলনা নগরীর ৪ নং ওয়ার্ডের দেয়ানা নিবাসী জাহিদ শেখের বড় মেয়ে। ৪ মাস আগে দিঘলিয়া উপজেলার দেয়াড়া পূর্ব পাড়া নিবাসী মৃত শেখ জাহাঙ্গীর হোসেনের পুত্র শেখ আজমীর হোসেনের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে তাদের মধ্যে নানা বিষয়ে মনমালিন্য দেখা দেয়। ঘটনার রাতেও তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। সকালে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবী স্বামী আজমীর এ সময় ঘরে ছিলনা।
এলাকাবাসী সূত্রে জানা যায়,আজমীর এলাকার একটা উচ্ছৃঙ্খল যুবক। দিঘলিয়াসহ খুলনার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সে বর্তমানে নানা নেশা দ্রব্য আমদানি ও কেনাবেচার সিন্ডকেটের সাথে জড়িত। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগও আছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার জানান, মৃত সুমাইয়ার স্বজনেরা খুলনা জেলা প্রশাসকের নিকট গিয়েছে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতির জন্য। তারা অনুমতি আনতে ব্যর্থ হলে আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবো। এবং উক্ত লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি না পাওয়ায় মৃত সুমাইয়ার মরদেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে। সুমাইয়ার মৃত্যু রহস্য জনমনে রহস্যই থেকে গেল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।