এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা || আজ সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় নতুন দায়িত্ব প্রাপ্ত দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের সাথে দিঘলিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ ফুলের তোড়া দিয়ে ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুল ইসলাম মোড়ল, সাংবাদিক কিশোর কুমার দে, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, সাংবাদিক এসএম শামীম, সাংবাদিক রুবেল, সাংবাদিক শেখ রাজিব, সাংবাদিক ইমারত, সাংবাদিক আল-আমিন,দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ শাহাবুদ্দিন প্রমুখ।
এ সময় সাংবাদিক মনির মোড়ল তার বক্তব্যে বলেন,দিঘলিয়া থানার ওসি তদন্ত রিপন কুমার সরকার দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ করায় পুলিশের উর্ধতন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, বিগত দিনের কাজের মূল্যায়ন হিসেবে যোগ্যতার পুরস্কার পেয়েছেন। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হিসেবে সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এটাই দিঘলিয়াবাসীর কাম্য।
সাংবাদিক কিশোর কুমার দে বলেন,দিঘলিয়ায় কর্মরত সাংবাদিকগণ আপনার সাথে আছে। দিঘলিয়াবাসীর আশার প্রতিফলন ঘটবে। সকল প্রকার সামাজিক ব্যাধীর মূলোৎপাটন ঘটবে এটায় আমাদের কাম্য।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দিঘলিয়ার সকল সাংবাদিকসহ সকল মানুষের সাহাহ্য নিয়ে আমি সামনে এগোতে চাই। আমি সন্ত্রাস, মাদক মুক্ত শান্তির ও মডেল জনপদ হিসেবে দিঘলিয়া থানাকে গড়ে তুলতে চাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।